ডেস্ক রিপোর্ট,
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান—এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। রোববার নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরাসরি বিসিসিআইকে ‘ধিক্কার’ জানান।
কথা প্রসঙ্গে মুস্তাফিজের আইপিএল ইস্যুতে ক্ষোভ জানিয়ে মিশা সওদাগর বলেন, “মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।” ক্রিকেটপ্রেমী এই অভিনেতা মুস্তাফিজের খেলোয়াড়ি গুণ ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। তাকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার—তবুও তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।”
রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত ক্ষেত্র, যেখানে রাজনীতির কোনো স্থান নেই। তার ভাষায়, “সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা কুরুচিপূর্ণ। খুবই দুঃখের সঙ্গে বলতে হয়—রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা বাজে রুচির পরিচয় দিয়েছে।”
অভিনেতা আরও বলেন, মুস্তাফিজের মতো আন্তর্জাতিক মানের তারকাকে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এই ধরনের মানসিকতার তীব্র নিন্দা জানান এবং ক্রীড়াকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান
