ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৪ জানুয়ারি ২০২৬) মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সব সম্প্রচারমাধ্যমে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ স্পষ্ট নয়, যা বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিষয়টি নিয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এ বিষয়ে আইনি ভিত্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, “এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাকে একটি ব্যবস্থা নিতেই হচ্ছে।”

পরদিনই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। তবে গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *