মোঃ আব্দুল বারেক,বিশেষ প্রতিনিধি
শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল “পূণর্মিলনী অনুষ্ঠান–২০২৬” উপলক্ষ্যে গতকাল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি আসন্ন পূণর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তিনি বলেন, এই পূণর্মিলনী শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি বৃহৎ ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।
সৌজন্য সাক্ষাতে শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আল মোমিন (মাছুম), মোঃ তারেকুজ্জামান তারেক, শেখ সাইফুদ্দিন আহম্মেদ, মোঃ মনিরুল আলম (রুশো) এবং মোঃ হানিফুজ্জামান বারী।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও উৎসাহ পূণর্মিলনী অনুষ্ঠান–২০২৬ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
