পাবনার ভাঙ্গুড়ার হাড়কাঁপানো শীতে ফসলের মাঠে ব্যস্ত কৃষকরা
মোঃ সুজন আহম্মেদ
বিষেস প্রতিনিধি
এমন আগ্রাসী রূপে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ গুলো। এই প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত সাধারণ জনজীবন। এই শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও কিছু দিন দীর্ঘায়িত হতে পারে,যা পৌষের মাসের শেষ রাতগুলিকে আরো সাধারণ মানুষের জন্য কঠিন করে তুলবে, বিখ্যাত চলনবিল অঞ্চল নাটোর,পাবনা ও সিরাজগঞ্জের অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কনকনে হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এই প্রচন্ড শীতের মধ্যেও ক্লান্তির অবকাশ নেই ভাঙ্গুড়া উপজেলার সাধারণ খেটে খাওয়া কৃষক-শ্রমিকদের। ভোরের সূর্যের আলো উঠার সাথে সাথেই মাঠে নামছেন কৃষক শ্রমিকরা। বিখ্যাত চলনবিল অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা, পিয়াজ,রসুন,আলু,গম,ভুট্টা,মরিচ ও বিভিন্ন গোখাদ্য সহ নানা রকম রবিশস্যের ভরপুর।
চলনবিলের অনেক জায়গায় বিভিন্ন রকমের ফসল ঘরে তোলার অপেক্ষায় আছে প্রান্তিক কৃষকরা। সেইজন্যই প্রচন্ড শীতের তীব্রতা উপেক্ষা করেই জমির জায়গায় পরিচর্যায় করে ব্যস্ত সময় পার করার চিত্র ফুটে উঠেছে সমস্ত ভাঙ্গুড়া উপজেলা জুড়েই।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি’র সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, সকালের তীব্র শীতের মধ্যেই সাধ্যমতো গরম পোশাক পরে কুয়াশার ঢাকা মাঠ প্রাঙ্গণে দলনিয়ে কাজে ব্যস্ত কৃষকরা

,উত্তরের হাওয়ার মরণকামড়ে জবুথবু জনজীবনের বিরুপ আবহাওয়ার দাপটেও ফসল ঘরে তুলবোর মায়ায় মাঠে কাজ করছেন বিখ্যাত চলনবিল অঞ্চলের পাবনার ভাঙ্গুড়া উপজেলার এই প্রান্তিক কৃষক ও শ্রমিকরা।
