মোঃ রুহুল রাসেল
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদির স্মরণে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী উপজেলা চত্বরের দেয়াল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের দেয়াল এবং আন্ধারিঝাড় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মনোমুগ্ধকর গ্রাফিতি অঙ্কন করা হয়।
মুভমেন্ট ফর পাংচুয়ালিটি-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়িত হয় আলোরদিশারী আন্ধারীঝাড়-এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মুবিনের আহ্বানে। কর্মসূচিতে মোটিভেট ভূরুঙ্গামারী ও আলোরদিশারি আন্ধারীঝাড়-এর তরুণ প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে আশরাফুল, মিথুন, জয়, নিরব, খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তরুণ শিল্পীদের তুলির আঁচড়ে গ্রাফিতিতে শহীদ ওসমান হাদির দৃঢ়তা, সাহস ও দেশপ্রেমের প্রতিচ্ছবি ফুটে ওঠে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই গ্রাফিতি কেবল শিল্পকর্ম নয়; এটি শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখার পাশাপাশি সমাজে দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা ও ইতিবাচক পরিবর্তনের চর্চা জোরদার করার একটি বার্তা বহন করে।
জনসমাগমপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কনের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারছে বলে জানান আয়োজকরা। কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ প্রতিনিধিরা বলেন, শহীদদের স্মরণ আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্পের মাধ্যমে তাদের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় শিক্ষার্থী ও পথচারীরা গ্রাফিতির প্রশংসা করেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগ আরও বিস্তৃত করার দাবি জানান। সংশ্লিষ্ট সংগঠনগুলো জানান, ভবিষ্যতেও ভূরুঙ্গামারীতে সামাজিক সচেতনতা ও দেশপ্রেমবোধ জাগ্রত করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
