ঢাকা প্রতিনিধি : সাদ্দাম সাইম
বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মতিঝিলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বাদ আসর মতিঝিল এবিজি কলোনিতে তরুণ সংঘের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে মরহুমা খালেদা জিয়ার আত্মার শান্তি, তাঁর গুনাহ মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের এক আপসহীন নেত্রী। তিনি সারা জীবন দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”
অনুষ্ঠানে তরুণ সংঘের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
