সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির শ্রদ্ধা নিবেদন।
সাদ্দাম সাইম বিশেষ প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এ্যাড.মোঃ রবিউল হোসেন রবি,সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া ও মোঃ ইয়াসিন আলি সবুজ, শামীম আহমেদ,আজাদ আহমেদসহ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেত্রীর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
দোয়া ও মোনাজাত: পুষ্পস্তবক অর্পণ শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এ সময় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে যে আপসহীন ভূমিকা পালন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
উপস্থিত নেতৃবৃন্দ: শ্রদ্ধা নিবেদনকালে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদেরও মাজার প্রাঙ্গণে সমবেত হতে দেখা যায়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বেগম জিয়ার আদর্শকে ধারণ করেই তারা জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে চান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শান্তিপূর্ণভাবে মাজার এলাকা ত্যাগ করেন।
