রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত ফার্স্ট ডিজিটাল মাদ্রাসা (নার্সারি থেকে নবম শ্রেণি), উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা এবং এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠ্যসূচি এমনভাবে পরিচালনা করা হয় যাতে ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন হয়।
ফলে আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না এবং শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না।”
তিনি আরও বলেন, আনন্দঘন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকদের নিষ্ঠা, নিয়মিত তদারকি ও আধুনিক শিক্ষাপদ্ধতির সমন্বয়ে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, “এখানে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মসিউর রহমান।

সভাপতিত্ব করেন উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা মো. আব্দুল হাই সিদ্দিকী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও বেলুন দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *