প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই
মোঃ মনিরুজ্জামান (মুন্না)
সিরাজগঞ্জ জেলার সাংবাদিকতার অন্যতম বাতিঘর, দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও আজীবন সদস্য ছিলেন।
আজ রোববার (১১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ঈসা গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি শহরের মোক্তার পাড়ায় বসবাস করতেন।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
রফিকুল আলম খান অধুনালুপ্ত দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, দৈনিক আমার দেশ ও দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় তার নিষ্ঠা ও পেশাদারিত্ব জেলার গণমাধ্যম অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
