মো জয়নাল আবেদীন,,
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মসজিদ ভিত্তিক শিশুগণ গণশিক্ষা কার্যক্রমের আওতায় কাপ্তাই শিল্প এলাকার তালপট্টি কেন্দ্রে ২০২৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে

পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার সহকারী ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস। তিনি বলেন, “শিশুদের নৈতিক ও প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয়

ইউপি সদস্য মো. ইমান আলী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার হাফেজ জালাল উদ্দিন, ভিভি এস পরিচালক আবু বক্কর ছিদ্দিক, টেকিকম অ্যান্ড লাইব্রেরি পরিচালক মহররম, স্থানীয় ব্যবসায়ী রাশেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষাগত সাফল্যের ভিত্তিতে কয়েকজনকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচন করে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশুগণ গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও প্রাথমিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *