কাপ্তাইয়ে মা/অভিভাবক সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ

মো জয়নাল আবেদীন,,,,,
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
অদ্য ১২ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা থেকে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের শিল্প এলাকা সংলগ্ন বিএফআইডিসি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মা/অভিভাবক সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে ভোটারদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন। তিনি বলেন, ভোটদান একটি

সাংবিধানিক ও নাগরিক অধিকার। প্রত্যেক ভোটারের উচিত নির্ভয়ে, নির্বিঘ্নে ও সঠিকভাবে তাঁর ভোটাধিকার প্রয়োগ করা।

বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল।

বক্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার ওপর
গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট এলাকার আনুমানিক ১০০ থেকে ১২০ জন নারী মা ও অভিভাবক উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *