উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে কুড়িগ্রাম সদরে অবস্থিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১২ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে কৃষিজমির উপরিভাগের মাটি সংগ্রহের অপরাধে সদরের মোগলবাসা ইউনিয়নের বাঞ্চারামে অবস্থিত মেসার্স জিএম ব্রিকস নামক ইটভাটার মালিককে চার লাখ (৪,০০,০০০) টাকা অর্থদণ্ড ধার্য করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশের একদল সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Md. Rahul Rashel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *