বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মায়ানমার সীমান্তে চলমান সহিংসতার ছোড়া গুলিতে গুরুতর আহত নিরীহ স্কুলছাত্রী হুজাইফার উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নিজ বাড়ির উঠানে অবস্থানকালে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হওয়া হুজাইফা সম্পূর্ণ নির্দোষ। তার চিকিৎসার সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সীমান্ত এলাকায় বারবার এমন সহিংসতার ঘটনায় নিরীহ মানুষ—বিশেষ করে শিশু-কিশোরীরা—চরম ঝুঁকিতে পড়ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আহত স্কুলছাত্রী হুজাইফার চিকিৎসায় সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধন থেকে হুজাইফার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ভবিষ্যতে যেন আর কোনো নিরীহ মানুষ সীমান্ত সহিংসতার শিকার না হয়, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
