বেড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান, জরিমানা ও কারাদণ্ড
বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার পেচাকোলা এলাকার সরকারপাড়া, ঘোষপাড়ায় অবস্থিত ওই দুধের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এর আগের দিন বিকেলেও একই স্থানে অভিযান চালানো হলেও অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। পরে সোমবার ভোর থেকে ওঁত পেতে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।


অভিযান চলাকালে অভিযুক্ত ব্যক্তি ড্রামে রাখা নকল দুধ ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে প্রশাসনের তৎপরতা ও সতর্কতায় তিনি ব্যর্থ হন। কারখানাটি থেকে নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ছানার পানি, ক্রিম, সাবানের গুঁড়া, আটা, ডালডা, পাম ওয়েলসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি জয়দেব নিজেই স্বীকার করেছেন, তিনি দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে ভেজাল দুধ তৈরি ও সরবরাহ করে আসছেন। এই নকল দুধ বিভিন্ন মিষ্টির দোকান ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো বলে জানান তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় (পণ্যের নকল উৎপাদন) তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *