টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।
টলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

পরে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি উপস্থাপন এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী কমিটির সদস্যসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা টিভি সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিক দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের পেশাগত উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন ।

কমিটির অন্যরা হলেন- সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিৎ ঘোষ, কোষাধ্যক্ষে জিটিভির সোহেল রানা, সাংগঠনিক সম্পাদকে এটিএন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক পদে গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক পদে এখন টিভির কাওছার আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান ।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আইএর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির খন্দকার হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল, আরটিভির কামাল হোসেন ও আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed