কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মইতপুর মৌজায় শতবর্ষী একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তি স্বার্থে বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মইতপুর খালের পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে খাল ভরাটের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ফসল চাষাবাদে চরম বিঘ্নের প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, সরকারি খাল দখল করে কোথাও মাছ চাষ, কোথাও আবার বাঁধ দিয়ে পুকুর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ফসলি জমিতে পানি জমে থাকছে, যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে।

স্থানীয় কৃষকদের মতে, জলাবদ্ধতার কারণে তারা ধান, পাট, পেঁয়াজসহ মৌসুমি বিভিন্ন ফসল রোপণ করতে পারছেন না। এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই খাল আমাদের এলাকার কৃষির প্রাণ। সরকারি খাল উদ্ধার করে জনগণের মাঝে ফিরিয়ে দিন।খাল বন্ধ হয়ে যাওয়ায় শুধু ফসল নয়, আমাদের জীবন-জীবিকাই হুমকির মুখে পড়েছে।”
নিকলী টু বাজিতপুর রোডের মইতপুর এলাকায় ব্রীজের একপাশের প্রবাহ বন্ধ করে পুকুর খনন, চারিদকে বাঁধ দেওয়ার অভিযোগ করেন তারা। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির নামে তারা অভিযোগ করেন। তারা আরো জানান, ৫ ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পর খালের একটি অংশ দখল করে পুকুরে সংযুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed