কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার ভুল বুঝতে পেরে এবং অজান্তে পদ পাওয়া হয়েছিল এমন দাবি করে কুড়িগ্রামের চিলমারীতে দলের দুই নেতা তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন, চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য ফুলমিয়া বলেন, তিনি ২০০১ সাল থেকে অদ্যাবধি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় তিন বছর আগে এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় জনগণের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি কখনোই দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করে তিনি আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করছেন।
অপরদিকে মোসলেম উদ্দিন ফকির বলেন, তার অজান্তেই তাকে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি কখনোই দলের কোনো কার্যক্রমে জড়িত ছিলেন না। তাই আজ থেকে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে ঘোষণা দেন।