oplus_0

পাবনায় প্রয়াত দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে পাবনা শহরের চারতাল এলাকায় অবস্থিত র‍্যালি হুসিয়ারী মার্কেটে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালি হুসিয়ারী মার্কেট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সভায়, দানবীর ও প্রবীণ রাজনীতিবিদ খন্দকার রবিউল আলম র‍্যালির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সাবেক পৌর সভাপতি সাবির হাসান বাচ্চু, জেএসডি পাবনা জেলা সভাপতি মোজাম্মেল হোসেন কবির এবং পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফুর ইসলাম আরিফ। এছাড়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed