পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর। মনোনয়ন বৈধ ঘোষণা করলেন আপিল বিভাগ। ১৩ই জানুয়ারি মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন পাবনা -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকিরিয়া পিন্টু। রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন তিনি। (১৩জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। গত ৩ জানুয়ারি জাকিরিয়া পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়। পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে ৫ জানুয়ারি বিকেলে ইসিতে গিয়ে আপিল জমা দেন তিনি।৯ জানুয়ারি পর্যন্ত ছিল আপিল দাখিলের শেষ সময় ১৩ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়েছে। (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed