​রাঙ্গামাটির ঐতিহ্যবাহী হযরত আব্দুল হাকিম (আবদুল্লাহ ফকির) (রহঃ আঃ) মাজার প্রাঙ্গণে অবস্থিত এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।​বিকেল ৫টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের হাতে কম্বলসহ শীতকালীন বিভিন্ন পোশাক তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন, হাড়কাঁপানো শীতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট লাঘব করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষ এবং জনপ্রতিনিধিদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে এই সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো। এটি কোনো করুণা নয়, বরং তাদের অধিকার।” তিনি ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:​এমাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক, সদর থানা বিএনপি।
​মাওলানা আনিসুর রহমান, খতিব, মাজার মসজিদ।
​মোঃ ওমর মোরশেদ, সভাপতি, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদল।​ইয়াছিন আরাফাত ঈশান, সাধারণ সম্পাদক, কাঠালতলী হিল ফুজুল যুব সংগঠন।
​হাফেজ কাইয়ুম, মোয়াজ্জেম, মাজার মসজিদ।
​হাফেজ খুল্ল মিয়া, শিক্ষক।কঠিন শীতের এই সময়ে নতুন শীতবস্ত্র পেয়ে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে আনন্দের প্রতিফলন দেখা যায়। শিক্ষার্থীরা এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দোয়া করেন।
​অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মোঃ হাবীব আজমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed