কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সাম্প্রতিক সহিংস ঘটনায় গুলিবিদ্ধ শিশু আফনান এবং মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিবিদ্ধ শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মাইন বিস্ফোরণে আহত মো. হানিফের পরিবারকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

https://www.facebook.com/share/182yPxeM9C/