ডেক্স রিপোর্টঃ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, এক সময়ের মিস ক্যালকাটা খ্যাত জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই। তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবারের পক্ষ থেকে তার ভাগ্নে জাভেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়শ্রী কবির গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জয়শ্রী কবির ছিলেন বাংলা সিনেমার স্বর্ণালি যুগের অন্যতম পরিচিত মুখ। মিস ক্যালকাটা খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসা এই নায়িকা পরবর্তীতে অভিনয় করেন কিংবদন্তি নির্মাতা সত্যজিত রায়ের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বী-তে। এছাড়াও তিনি আলমগীর কবির পরিচালিত সীমানা পেরিয়ে, রুপালি সৈকতে, সূর্য কন্যা ও মোহনাসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে যান।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আলমগীর কবিরের সহধর্মিণী ছিলেন। শিল্পীসত্তা, ব্যক্তিত্ব ও অভিনয়গুণে তিনি ছিলেন আলাদা করে স্মরণীয়।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য ভক্ত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
