বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জুলাই যোদ্ধাদের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় পাবনার হাজীরহাট, ব্রজনাথপুর ও দোগাছী এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবনা জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা–৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রদল গণতন্ত্র, ন্যায় ও অধিকারভিত্তিক রাজনীতির সংগঠন। তরুণদের সক্রিয় অংশগ্রহণে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মূসা, সাবেক সভাপতি, পাবনা সদর উপজেলা বিএনপি; রেহানুল ইসলাম বুলাল, সাবেক সাধারণ সম্পাদক, পাবনা সদর উপজেলা বিএনপি এবং কাজী রকিবুন্নবী সুজন, বিএনপি নেতা, পাবনা সদর থানা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাহমুদুল হাসান (সিনিয়র যুগ্ম সম্পাদক), মো. সাদ্দাম হোসেন (সাংগঠনিক সম্পাদক) ও মাহাবুব ইসলাম তরুণ (সহ-সাধারণ সম্পাদক), পাবনা জেলা ছাত্রদল। শহীদ নিলয়ের গর্বিত পিতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস কে নূরুজ্জামান সাগর, ১নং যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, পাবনা জেলা শাখা।
এসময় অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ছাত্রদলে যোগদান করেন হাবিবুর রহমান শান্ত, মাহমুদুল হাসান, সিয়াম রহমান, মো. তরুন হেসেন, মো. রোহান হোসেন, অমিত হাসান রুমন, তামিম হাসান রাতুল, শাহিনুর রহমান শান্ত, হাবিবুর রহমান রুপন, আহমেদ আল রাতুল ও সিরাজুল ইসলাম আবিরসহ শতাধিক নেতাকর্মী।
