জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের ভোটাধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে
সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়। লিফলেটে গণভোটের মূল প্রশ্ন, প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার সংক্রান্ত দিকনির্দেশনা এবং ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের পদ্ধতি সহজভাবে তুলে ধরা হয়।
বক্তারা আরও জানান, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং সাংবিধানিক সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা যেন সঠিক তথ্য জেনে স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারেন—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। তিনি বলেন, নির্বাচন ও গণভোটে শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে
মাঠপর্যায়ে আরও জোরালোভাবে কাজ করতে হবে। এজন্য সকল কর্মকর্তা, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শাকের আহমদ, সঞ্চালনা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
সৈয়দ মাহবুব হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে ভোটার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সভাটির আয়োজন করে উপজেলা প্রশাসন, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা।
