গাইবান্ধায় র্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানাধীন নারায়ণপুর গ্রামস্থ বাকির মোড়ে অবস্থিত জনৈক সুলতান মিয়ার মুদির দোকানে অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-৭৪/১৫, দায়রা ৩২২৮/১৫ (চট্টগ্রাম), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১৯(১) এর ৯(খ) মাদক মামলায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গাইবান্ধা জেলা ও থানার নারায়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে শফিউল ইসলাম সুমন (৪২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
