আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া মডেল থানাধীন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সামগ্রিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিরাজগঞ্জ জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পিপিএম-সেবা জনাব মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব মোঃ হাফিজুর রহমান, সরকারি পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, শাহজাদপুর ও উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার মহোদয় বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে
