গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিসেম্বর ২০২৫ মাসে সংঘটিত গুরুত্বপূর্ণ ক্লুলেস ডাকাতি, খুন ও চুরি মামলার রহস্য উদঘাটন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের পর্যালোচনায় রেঞ্জভুক্ত আটটি জেলার মধ্যে সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয় পাবনা। প্রথম স্থান অর্জন করায় পাবনা জেলা পুলিশকে ডিআইজি মহোদয় ক্রেস্ট প্রদান করেন। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয় আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট গ্রহণ করেন।
সভায় ডিসেম্বর ২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবেও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। ভাঙ্গুড়া থানার একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে বিশেষ ভূমিকার জন্য গোয়েন্দা শাখা পাবনার এসআই (নিঃ) অসিত কুমার বসাক শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন।
এছাড়া ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের জন্য এসআই (নিঃ) বিজন সরকার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হন।
ডিসেম্বর ২০২৫ মাসে অস্ত্র উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য এসআই (নিঃ) বেনু রায় (পিপিএম), এসআই (নিঃ) অসিত কুমার বসাক এবং ঈশ্বরদী থানার এসআই (নিঃ) মোঃ লতিফর রহমানকে যৌথভাবে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করা হয়।
পাবনা জেলা পুলিশের এই সাফল্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব ও কার্যকর ভূমিকা আরও একবার প্রমাণিত
