ডেস্ক রিপোর্ট: সারাদেশে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ পুলিশের সর্বশেষ তথ্যমতে, এ সময়ে মোট ৪২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে মোট ৩৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ রাউন্ড গুলি, ৭ রাউন্ড কার্তুজ এবং ৭ হাজার ৫০০ পিস ইয়াবা। উদ্ধারকৃত এসব অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের এই প্রতিবেদনে সারাদেশব্যাপী চলমান অভিযানের সাম্প্রতিক চিত্র তুলে ধরা হয়েছে।
