সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।
বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মাদ্রাসাটির অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৬৮ সাল থেকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”
মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
ছবিঃ সাতক্ষীরা কালীগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনি একটু পরে পানি গরম করিস ডিগ্রি মাদ্রাসা।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ ০১৭৮০৫৬০৯৬০।
