নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক মাস পেরিয়ে গেলেও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ কিশোরের নাম মোঃ সাগর। সে বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় সে নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পর স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এক মাস ধরে সন্তানকে ফিরে না পেয়ে দিন দিন ভেঙে পড়ছেন তার মা মোছাঃ পপি বেগম।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করা হয়েছে।
নিখোঁজ কিশোর সাগরের কোনো সন্ধান পাওয়া গেলে ০১৭৯৬৯৮২৫৬১ নম্বরে যোগাযোগ করতে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
