আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় ঘরোয়া পরিবেশে নির্বাচন ও গণভোট বিষয়ে এক পালক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় অংশ নেন কাপ্তাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির হারুনুর রশিদ, সিনিয়র শিক্ষক হানিফ এবং সিনিয়র শিক্ষক শফিক। আলোচনায় নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন ও গণভোট সাধারণ মানুষের মতামত প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সময় তারা সাধারণ মানুষকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট কেন গুরুত্বপূর্ণ, কোন বিষয়ে ‘না’ ভোট প্রযোজ্য—এসব বিষয় সহজভাবে তুলে ধরেন।
কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হারুনুর রশিদ বলেন, “ভোট শুধু একটি অধিকার নয়, এটি একটি দায়িত্ব। সচেতনভাবে ভোট প্রদান করলে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
সিনিয়র শিক্ষক হানিফ ও শফিক তাঁদের বক্তব্যে ভোটারদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, শিক্ষিত ও সচেতন ভোটারই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে।
আলোচনার শেষে উপস্থিত সবাইকে ভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
