ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের দুরুইল ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র সদ্য সাবেক চেয়ারম্যান, আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকালে বিটঘর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মনজুরুল হক মজনু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের বিএনপি’র দলীয় মনোনিত ধানের শীষের এমপি পদ প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নান।
এডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে প্রয়াত বেগম খালেদা জিয়াকে, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানকে, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে বিএনপি’র ধানের শীষকে। আমাকে ভোট না দিলে এ ভোটের কোন মা-বাপ নাই।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মো. রহমত উল্লাহ, নবীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. শরীফ সৈকত ওসমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিটঘর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আবু সাঈদ।
- এতে আরো উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর প্রবাসী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রয়েল, বিটঘর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের (দুরুইল) সাধারণ সম্পাদক মো. মুস্তাক জমাদ্দার, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও জেদ্দা মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক মো. কমল জমাদ্দারসহ বিটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
