‘প্রভাত’-এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রভাতের’ উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) স্থানীয় ভ্যানচালকদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ এবাদুল ইসলাম, বক্তব্য রাখেন অত্র সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য নুর ইসলাম গাজী। “মানবতার কল্যাণে প্রভাত, আত্মনির্ভরতাই নিয়েছে শপথ” স্লোগানকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিত্ব, অত্র সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
