সুনামগঞ্জের মধ্য নগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ই জানুয়ারি বিকাল ৩ টায় মধ্যনগর উপজেলা বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।
সঞ্চালনায় ছিলেন,, মধ্যনগর উপজেলা ১নং যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু,,,,সভাপতিত্ব করেন,,মধ্যনগর উপজেলা বিএনপি আহবায়ক আবে হায়াত,
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন,
আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাশার মিয়া যুগ্ম আহবায়ক মধ্যনগর উপজেলা বিএনপি, মোজাহিদ আলম যুগ্ন আহবায়ক মধ্যনগর উপজেলা বিএনপি, কামাল হোসেন আহবায়ক কমিটির সদস্য মধ্যনগর উপজেলা বিএনপি, গোলাম ছয়ফুল আহবায়ক যুবদল মধ্যনগর উপজেলা যুবদল, সাইদুর রহমান জিয়া সদস্য সচিব উপজেলা যুবদল মধ্যনগর,
রুখনুদ্দিন তালুকদার সেচ্ছাসেবক দল মধ্যনগর উপজেলা।
এছাড়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
শান্তিপূর্ণভাবে দোয়া ও মিলাদ মাহফিলের কার্যক্রম শেষ হয়।
