হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, হাদী হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান।

এ সময় বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান।