রাজশাহী মহানগরীর জননিরাপত্তা রক্ষায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ কবির সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ককটেল নিজ হেফাজতে রাখার অপরাধে ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছেন।
অভিযানের বিশেষত্ব:
অভিযান চলাকালীন উদ্ধারকৃত ককটেলগুলোর ভয়াবহতা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে বোম স্কোয়াড (Bomb Squad)-কে খবর দেওয়া হয়। বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন এবং পরবর্তীতে সেগুলো নিরাপদ দূরত্বে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন।
আইনি ব্যবস্থা:
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। (মামলা নং ১৬, তারিখ: ১৬/০১/২০২৬।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
