শিলছড়িতে জামায়াতে ইসলামীর নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মো জয়নাল আবেদীন প্রতিনিধি,
কাপ্তাই (রাঙামাটি), ১০ জানুয়ারি ২০২৬:
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় নির্বাচন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এবং কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, পাশাপাশি জেলা যুগ্ম সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলাম। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটার সচেতনতা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশা ও বিভিন্ন জাতি-বর্ণের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে এলাকাভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত গণ্যমান্য
ব্যক্তিবর্গ নির্বাচনের মূল দিকনির্দেশনা ও কৌশলগত বিষয় নিয়ে মতামত প্রদান করেন।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণির জনগণ, সামাজিক ব্যক্তিত্ব ও জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানান।
