বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় ভোর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মায়ানমার সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের বিপুল পরিমাণ অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্টদের দাবি, মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও অস্থিরতার কারণে রোহিঙ্গাদের একটি বড় অংশ সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে পারে। আশঙ্কা করা হচ্ছে, অনুপ্রবেশকারীদের সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবাও থাকতে পারে, যা সীমান্ত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।
এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে সীমান্তের আশপাশে অস্বাভাবিক নীরবতা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা চোখে পড়ছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন সম্ভাব্য অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
