ঈশ্বরদী প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে কাতর গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১জানুয়ারী) মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন উদ্যোগে শহরের ঈশ্বরদী রেল স্টেশনের গরিব দুস্থের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ( পিয়াস ) , এছাড়া আরো উপস্থিত ছিল সহ মাসুম মোল্লা (বাবু), ওমর ফারুক, শাহিনুর রহমান শাহিন, অতিথি উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তা সজীব আলী এছাড়াও উপস্থিত ছিলেন, সাজিদ হাসান লিমন,তরিকুল ইসলাম,শামীম হোসেন, শ্রাবণ, ইউনুস, এস কে সাব্বির খান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন পিয়াস বলেন, প্রতি বছর মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকি। আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সকলকে দিতে পারি না। আমাদের সামর্থের যতটুকু পারি আমরা মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ সফলভাবে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে আরও উন্নয়ন মুলক কাজ করতে পারব।
