মো জয়নাল আবেদীন প্রতিনিধি,,,
কাপ্তাই (রাঙ্গামাটি), ১১ জানুয়ারি ২০২৬ :

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটার, নারী ও তরুণ

ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ রোববার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় সহকারী তথ্য অফিসার, কাপ্তাই এর উদ্যোগে লিফলেট বিতরণ ও ভোটালাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ভোটারদের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

ভোটালাপ চলাকালে সহকারী তথ্য অফিসার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সকল শ্রেণি-পেশার মানুষের বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *