মোঃ সুজন আহম্মেদ বিষেস প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে ফসিউল আলম অনিক (২২) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফসিউল আলম অনিক একই এলাকার মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগরীর খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, লেখাপড়ার কারণে অনিক দীর্ঘদিন রাজধানীতে অবস্থান করলেও সম্প্রতি তিনি নিজ গ্রামের পাশের এলাকায় রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। রোববার সন্ধ্যার দিকে দীর্ঘ সময় ধরে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মরদেহ উদ্ধারের সময় দেখা যায়—তার ডান পা খাটের ওপর রাখা ছিল এবং বাম পা মেঝেতে স্পর্শ করছিল। কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ থাকায় এবং মরদেহের অবস্থান ঘিরে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *