মোঃ মাইদুল ইসলাম
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন একই এলাকার বাসিন্দা মো. শাহিন আলম (২৬)।

ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলমের নিজ বসতবাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশ সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *