মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দুর্নীতিবাজ, দখলবাজি, টেন্ডারবাজি, ও চাঁদাবাজীর সঙ্গে জড়িতদেরকে কোনো ভাবেই বরদাস্ত করা হবে না, তাই তারা যে দলেরই হোক না কেন, প্রয়োজনে পুলিশে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।
আজ (১১ জানুয়ারি) রবিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি হাসান মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন আসবে এবং চলে যাবে কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক এটা কখনোই যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো।
শামা ওবায়েদ ইসলাম রিংকু আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে সালথা ও নগরকান্দা প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। এমনকি রাস্তা নির্মাণ করা হবে, যা দুর্নীতির রাস্তার মতো হবে না। পাশাপাশি সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।
এটা কর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি টেন্ডারবাজি চাঁদাবাজি কিংবা দখলবাজের মত কোন অপরাধে জড়িত থাকে তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।

এ সময় সালতা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালন ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সালটা উপজেলা বিএনপির মনির মোল্লা, নগরকান্দা যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *