সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কালিগঞ্জ সহকারী কমিশনার ভমি মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব, কালিগঞ্জ সেনাবাহিনির ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল হক খান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ সহ শিক্ষক, ইউপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।