টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, “আমি মুক্তিযোদ্ধাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।” তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওরা কিসের জোরে কথা বলে—তা খুঁজে বের করে প্রতিহত করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল খালেক মণ্ডল।
এছাড়া বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
