কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার নাওডাঙ্গা বাড়াইতারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আজিজার রহমান (৪২)। তিনি ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকার বাসিন্দা।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আজিজার রহমানের নিজ বসতবাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী এলাকায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
