ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে গণভোট সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত ‘গণভোট উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সেমিনার’-এর প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা) ড. জিয়াউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন।
সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফউল্লাহ। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ওহিদুল ইসলাম।

মূল আলোচনায় ড. জিয়াউদ্দিন আহমেদ গণভোটের উদ্দেশ্য, সরকারের উদ্যোগ, গণভোটের গুরুত্ব এবং হ্যাঁ বা না ভোট প্রদানের সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল গণভোটে নিজে অংশ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ শহীদ আতাহার হোসেন সেমিনারে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রধান অতিথি ও মূল আলোচকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেমিনারে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি, উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, সহকারী পরিচালকগণ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা ও ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
সঞ্চালনা, ছবি ও তথ্য: ফায়ার সার্ভিস মিডিয়া
