বিশেষ প্রতিবেদক
পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলীয় দমন-পীড়ন, ব্যর্থ রাজনীতি ও জনবিচ্ছিন্নতার প্রতিবাদে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের (ধানের শীষ) হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে শামিল হন। এ সময় যোগদানকারী নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।
বিলচলন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম জানান, রোববার রাতে দোলং জিয়া আদর্শ ক্লাবে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— বিলচলন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আসলাম, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,
“ফ্যাসিবাদী শাসন, ভোটাধিকার হরণ ও জনগণের কণ্ঠরোধের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে আজ মানুষ বিএনপির পতাকাতলে আশ্রয় নিচ্ছে। এই যোগদান প্রমাণ করে—ধানের শীষই জনগণের একমাত্র ভরসা।”
তিনি আরও বলেন, “চাটমোহরসহ পাবনা-৩ আসনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এবার আর ভুয়া নির্বাচন নয়, চায় নিরপেক্ষ ভোট ও গণতান্ত্রিক বাংলাদেশ।”
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা বলেন,
“আজ আওয়ামী লীগের ভাঙন শুধু চাটমোহরে নয়, সারাদেশেই দৃশ্যমান। জনগণ ব্যর্থ, দমনমূলক ও লুটেরা রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।”
পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, ভিপি সেলিম রেজাসহ অন্যান্য নেতারা বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে বিজয়ের পথে এগিয়ে নিতে হবে।”
যোগদানকারী নেতাকর্মীরা জানান, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে থেকে তারা ভবিষ্যতে ধানের শীষের পক্ষে মাঠে থেকে কাজ করবেন।
