হুমায়ূন রাশেদ উত্তরবঙ্গের ব্যুরোচীফ :-
পাবনা সদর উপজেলার চকছাতিয়ানি উত্তর পাড়ায় মৃত আব্দুল আউয়ালের জমি জোরপূর্বক দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই দখলদারিত্ব চালানো হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে ন্যায়বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন মৃত আব্দুল আউয়ালের দুই ছেলে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চকছাতিয়ানি উত্তর পাড়ার বাসিন্দা মৃত আব্দুল আউয়ালের রেখে যাওয়া বসতবাড়ি জায়গা জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তার উত্তরাধিকারীরা। কিন্তু বিগত সরকারের আমলে এলাকার প্রভাবশালী রবিউল ইসলাম রবি মালিতা সিদ্দাত আলী মালিথা ও ফরিদ মালিতা ক্ষমতার দাপট দেখিয়ে ওই জমির মধ্যে ৬ শতক জমি নিজেদের দখলে নেন।

অভিযোগ রয়েছে, জমিতে জোরপূর্বক প্রবেশের সময় ভাড়াটিয়া মাস্তান হিসেবে কাজ করেছেন আলামিন মালিতা। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জমির মালিকদের উচ্ছেদ করে সেখানে রাতারাতি ঘর নির্মাণ করেন। মৃত আব্দুল আউয়ালের ছেলেরা জানান, “আমাদের পৈত্রিক জমিটি তারা গায়ের জোরে দখল করে নিয়েছে। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব থাকায় আমরা মুখ খোলার সাহস পাইনি। প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হতো। আমরা আমাদের পৈত্রিক ভিটা ফেরত চাই এবং এই দখলদারদের বিচার চাই। ঘটনাটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে করা হলেও বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা জানান, জমি দখলের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের দাবি, ক্ষমতার অপব্যবহার করে যারা অন্যের জমি দখল করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে এই প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায়নি । পাবনা সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদের সঙ্গে জমি দখলমুক্ত সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি ভুক্তভোগীকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন ।
