পাবনা প্রতিনিধিঃ
- পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবতার সেবায় অসামান্য অবদান রেখে চলেছে পাঠশালা সাংস্কৃতিক সংঘ। ৭ই জানুয়ারি পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খন্দকারের সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সংগঠনটির শুরু থেকে আমি তাদের কার্যক্রম সম্পর্কে অবগত দেশের নানা সংকটে যেমন করোনা কলীন সময়ে লাশ দাফন অক্সিজেন সিলিন্ডার বিতরন, রক্তদান কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও সরব উপস্থিতি।

- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক মোঃ রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, এমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা সাংবাদিক ফোরামের আহবায়ক হাসান আলী, সন্ধ্যানী ডোনার ক্লাবের জিবন সদস্য সাব্বির হোসেন রিপন, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাযহার, আজকের দর্পন পাবনা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স। উপস্থিত ছিলেন দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার আলাউদ্দিন বিন কাশেম, ভোরের সময়ের ষ্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামান (মুন্না), নববাণীর পাবনা জেলা প্রতিনিধি ফজলুল হক, আইন বার্তার পাবনা প্রতিনিধি ইমরান নাজির প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়।
